সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

দলীয় অনুষ্ঠানে বাগবিতণ্ডায় জড়ালেন সিলেট বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

sylhet
আরিফুল হক ও কয়েস লোদীর মধ্যে বাগবিতণ্ডা। ছবি: সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতা সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর মধ্যে বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। এবার সেই বিরোধ প্রকাশ্যে এলো দলীয় একটি অনুষ্ঠানে।

গতকাল শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করে। সেই আলোচনা সভায় প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ান বিএনপির দুই নেতা। তাদের সেই বাগবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত না হওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।

আরও পড়ুন

‘যাহা আওয়ামী লীগ, উহাই বিএনপি!’

ছাত্রদল সভাপতি রাকিব কি পদ হারিয়েছেন?

পরে সভাপতির বক্তব্য দিতে গিয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এখানে হলভর্তি নেতাকর্মী রয়েছেন। উপচেপড়া ভিড় রয়েছে। এরপরও কেন আরিফুল হক সিনিয়র নেতারা নেই বলে অভিযোগ করছেন? পরে তিনি ৫ আগস্টের আগে আন্দোলন-সংগ্রামে বিএনপির অনেক নেতা-কর্মীর ভূমিকা রাখার বিষয়ে কথা বলা শুরু করেন।

লোদীর বক্তব্য চলাকালেই আরিফুল হক চৌধুরী তার আসন থেকে উঠে দাঁড়ান এবং লোদীর কাছাকাছি গিয়ে এমন ধরনের বক্তব্য না দেওয়ার কথা বলেন। আরিফুল হক বলেন, তিনি যে উদ্দেশ্য নিয়ে বক্তব্য দিয়েছেন, সে আলোকে যেন সভাপতি বক্তব্য দেন। এরপরই দুজন প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ান। কয়েক মিনিট ধরে চলে তাদের বাগবিতণ্ডা।


বিজ্ঞাপন


উপস্থিত নেতাকর্মীরা জানান, দুই প্রভাবশালী নেতার এই প্রকাশ্য বাগবিতণ্ডায় তারা বিব্রত। তারা এ ব্যাপারে দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর