বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

ছাত্রদল সভাপতি রাকিব কি পদ হারিয়েছেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

R
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফাইল ছবি

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার পদ হারানোর খবরে সয়লাব।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারের ফুল দেয় ছাত্রদল। সেখানে দেখা যায়নি রাকিবকে। এরপর থেকে তার পদ হারানোর গুঞ্জন আরও জোরালো হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শিবির সাধারণ শিক্ষার্থীদের নাম কলুষিত করছে: ছাত্রদল সভাপতি

যদিও এসব খবরকে ‘প্রোপাগাণ্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির।

সকালে জিয়াউর রহমানের মাজারের ফুল দেওয়ার সময় রাকিবের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘রাকিব ভাই অসুস্থ। তিনি ঠান্ডা জ্বরে ভুগছেন। সেজন্য বিশ্রামে আছেন। এর বাহিরে আর কিছু নয়। বাকিসব প্রোপাগাণ্ডা।’

আরও পড়ুন: দ্রুত সময়ে ধর্ষণের মতো ঘটনার বিচারের দাবি ছাত্রদল সভাপতির


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের ব্যাপারে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ওগুলো শতভাগ ভুয়া তথ্য।’ 

এদিকে, যার পদ হারানো নিয়ে এত কানাঘুষা এবং আলোচনা- সেই রাকিবুল ইসলাম রাকিব এখনো এ নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন: ফেসবুকে বিবাহিত বলে প্রচারণা, ছাত্রদল সভাপতির জিডি

তবে জানা যায়, মূলত ঘটনার সূত্রপাত তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে। বুধবার (২৮ মে) ঢাকায় অনুষ্ঠিত ওই আয়োজনে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে উপস্থিত থেকেও ছাত্রদল সভাপতি রাকিব সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন বলে অভিযোগ। 

ওই ঘটনা ছাত্রদল ও বিএনপির ভেতরে রাকিবের প্রতি ক্ষোভকে চূড়ান্ত রূপ দেয়। তারই জেরে তাকে সংগঠনের কার্যক্রম থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে রাকিবকে নিষ্ক্রিয় করে সিনিয়র সহসভাপতি আবু আহসান মোহাম্মদ আফসান ইয়াহিয়াকে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ছাত্র রাজনীতি ধ্বংস করে দিয়েছিল ছাত্রলীগ: ছাত্রদল সভাপতি

গত বছরের ১ মার্চ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেই কমিটিতে সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় রাকিবের কাঁধে। বছর পার হতেই তার পদ হারানোর গুঞ্জন।

ছাত্রদলের সভাপতি হওয়ার আগে সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাকিবুল ইসলাম রাকিব। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব সামলেছেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর