রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্র রাজনীতি ধ্বংস করে দিয়েছিল ছাত্রলীগ: ছাত্রদল সভাপতি

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

ছাত্ররাজনীতির ধ্বংস করে দিয়েছিল ছাত্রলীগ: ছাত্রদল সভাপতি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্ররাজনীতির ধ্বংস করে দিয়েছিল ছাত্রলীগ। ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে ছাত্রলীগ। ছাত্রদল সামনে তাদের এই রাজনীতির ধারা পরিবর্তন করবে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে  নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে আমাদের ছাত্রদল রাজ পথে থেকে আন্দোলন সংগ্রাম করে গেছেন। ফলে আমাদের এক দফা বাস্তবায়নে ছাত্রদল কাজ করে গেছেন। আগামী দিনে ছাত্রদল রাজপথে থেকে দেশের মানুষের জন্য কাজ করে যাবে। দেশের সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল সর্বক্ষণ প্রস্তুত থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ছাত্রদল সদা জাগ্ররত থাকবে।

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর গত ১৫ বছর হামলা মামলা চালানো হয়েছে। ছাত্রদল তাদের জীবনের বিনিময়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রসমাজের সকল দাবি বাস্তবায়ন করবে তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে ছাত্রদল সর্বদা কাজ করে যাবে। 

ছাত্রদল নেতা আরও বলেন, বর্তমান ইউনুস সাহেবের যে অন্তবর্তীকালীন সরকার রয়েছে, তা দীর্ঘমেয়াদী সরকার নয়। তাদের অনেক বাঁধা রয়েছে, বিপত্তি রয়েছে। তারা যে কাজ করছে, সে কাজ সহজ করতে আমরা তাদের পাশে থেকে সর্বাধিক সহযোগিতা করবো। তাদের সংক্ষিপ্ত কাজ পরবর্তী সরকার সম্পন্ন করবে। ছাত্রদল তাদের পাশে থেকে ক্যাম্পাস, মহানগর, জেলা, উপজেলায় কাজে ভূমিকা রাখছে। আন্দোলনে ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন। আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আমাদের আহ্বান কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করা।

কর্মী সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাসেল আহসেদ রনি, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর