বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলেই ভালো: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

vote
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান। ছবি: ঢাকা মেইল

আগামী বছরের ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলেই ভালো হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

রোববার (২৫ মে) সন্ধ্যায় দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভালো সময় তৈরি হলে নির্বাচনের রোডম্যাপ তৈরি করবেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, কোনো কোনো উপদেষ্টার কারণে ঐক্যে ফাটল ধরেছে। এখন উভয়কেই সহনশীল হতে হবে। সবাইকে সঙ্গে রাখতে হবে।

আরও পড়ুন

নির্বাচন যত পেছাবে তত ষড়যন্ত্র হবে: নুর

নির্বাচনের সুনির্দিষ্ট ডেট ৩০ জুন, এর বাইরে যাবে না: প্রেস সচিব

মুজিবুর রহমান মঞ্জু বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে বলেছি আপনি যদি দায়িত্ব ছেড়ে দেন এখন, তাহলে নির্বাচন, সংস্কার–সবকিছু অনিশ্চিত হয়ে যাবে। জাতি দিশেহারা হয়ে যাবে।


বিজ্ঞাপন


RR

এর আগে চলমান রাজনৈতিক সংকটের সমাধান খুঁজতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজের বাসভবন যমুনায় আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিভিন্ন দলের ২০ জন প্রতিনিধির সঙ্গে দুই দফায় বৈঠক করেন সরকারপ্রধান।

বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি

এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি।

সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনায় প্রধান উপদেষ্টা বিব্রত হয়েছিলেন। তাই পদত্যাগের কথা ভাবছিলেন। আমরা বলেছি, এখন তিনি পদত্যাগ করলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে এবং পদত্যাগ করা যাবে না। সংকট কাটিয়ে উঠতে হবে।

সাইফুল হক বলেন, আমরা প্রস্তাব দিয়েছি সবাইকে যেন সমানভাবে মূল্যায়ন করা হয়। কারণ সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। উপদেষ্টারা একেক সময় একেক কথা বলছেন। সেইসঙ্গে করিডর ও বন্দরের বিষয়ে সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে বলেছি।

আগামী এক মাসের মধ্যে একটি জাতীয় সনদ করার করার দাবি জানিয়েছেন বলে জানান সাইফুল হক।

এসএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর