সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

নির্বাচনের সুনির্দিষ্ট ডেট ৩০ জুন, এর বাইরে যাবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৫:৩৬ এএম

শেয়ার করুন:

S
সাংবাদিকদের ব্রিফ করছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি- ঢাকা মেইল ছবি- সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট ডেট ৩০ জুন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোকে তিনি আশ্বস্ত করেছেন, ‘নির্বাচন এই তারিখের বাইরে যাবে না।’ 

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার বাইরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, তিনটি দল সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সে জায়গা থেকে সরকারের কাছ থেকে এ সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে কবে পাবে? 

এর জবাবে প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূস বারবার বলেছেন, ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই জুন, ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে, এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ।’

এর আগে শনিবার রাতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথমে বিএনপি, এরপর জামায়াতে ইসলামী এবং সবশেষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল বৈঠক করেন।

বৈঠক শেষে বর্তমান সরকার প্রধানের কাছে কোন দল কী দাবি এবং প্রস্তাব করেছেন, সাংবাদিক সম্মেলনে সেসব তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। 


বিজ্ঞাপন


এরমধ্যে বিএনপি দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবং বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি করেছে। 

জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার কাছে চেয়েছে দুটি বিষয়ে রোডম্যাপ। একটি হলো- কবে নির্বাচন হবে এবং অন্যটি সংস্কার ও জুলাই গণহত্যাকারীদের বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে তুলে ধরা।

অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতাদের গড়া দল এনসিপি ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি তুলেছে এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর