ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঘোষিত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয় ছাত্রদল।
তারা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি।
| আরও পড়ুন- |
| সংকট দূর করার একটিই পথ, অতিদ্রুত নির্বাচন: ফখরুল |
| বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি |
| ছাত্রদলের কর্মসূচিতে স্থবির শাহবাগ, দীর্ঘ যানজটে ভোগান্তি চরমে |
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ঢাকা মেইলকে বলেন, সাত-আট দিন ধরে সাম্য হত্যার প্রতিবাদে কর্মসূচি চলমান রয়েছে। সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রকৃত আসামিদেরকে ধরা হয়নি। সরকারের পক্ষ থেকে কোনো ব্রিফও করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করা হোক।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘সাম্য হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখ করার মতো। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।’
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘সাম্য হত্যার প্রকৃত খুনিদেরকে গ্রেফতার করা হয়নি। আসামিদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য আমাদের এই কর্মসূচি। যতক্ষণ পর্যন্ত প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদের সহযোদ্ধার হত্যায় জড়িতদের বিচার চাই।’
কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন জেবিনসহ প্রমুখ।
এসএইচ/এএইচ
