সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রদলের কর্মসূচিতে স্থবির শাহবাগ, দীর্ঘ যানজটে ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

C
শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান। ছবি- ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার বিচার দাবিতে শাহবাগ মোড়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এতে সকাল থেকেই স্থবির ওই এলাকা। তারই জেরে শাহবাগসহ আশপাশের এলাকার সড়কে ভয়াবহ যানজট। জনভোগান্তি চরমে।  

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


সরেজমিনে গিয়ে দেখা যায়, অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকা দিয়ে চলতে পারছে না কোনো গাড়ি। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। বাধ্য হয়ে যাত্রীরা গণপরিবহন থেকে নেমে হেঁটেই রওনা দিচ্ছেন গন্তব্যে। ধৈয্য ধরে গাড়িতে যারা বসে আছেন, তাদের চোখে-মুখে দীর্ঘ যানজটের বিরক্তি।

এদিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা কর্মসূচির বিষয়ে না জেনে বের হয়েছেন, তারা শাহবাগ মোড়ের কাছাকাছি এসে অবস্থা বেগতিক দেখে বিকল্প পথ ধরছেন। বাইক আরোহীরা ফুটপাথসহ আশপাশের চিপাচাপা রাস্তা এবং গলি দিয়ে যানজট এড়ানোর চেষ্টা করছেন। তবে হাঁটা ছাড়া গতি দেখছেন না গণপরিবহনের যাত্রীরা।

C2

সাইফুল ইসলাম নামে এক পথচারী জানান, ‘দীর্ঘ সময় গাড়িতে বসে ছিলাম। গাড়ি চলছে হামাগুড়ি দিয়ে। আবার কখনো এক জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে। গাড়ির চেয়ে পায়ে হেঁটেই অনেক দ্রুত গন্তব্যে যাওয়া যাবে। তাই হাঁটা শুরু করেছি।’


বিজ্ঞাপন


রেশমা আক্তার নামে আরেকজন বিরক্তির সুরে বলেন, ‘সরকার আসে-যায়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এমনেই তো প্রতিদিন যানজট লেগে থাকে, তার উপরে নানা কর্মসূচিতে গাড়িতে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। এভাবে আর ভালো লাগে না। এর থেকে মুক্তি চাই।’

এর আগে বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল।

আরও পড়ুনঃ ভোগান্তি কমাতে নেতাকর্মীদের রাস্তা ছাড়তে বললেন মির্জা ফখরুল

তারা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও ঢাকা কলেজ ছাত্রদলের পিয়াল হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর