মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেয়রের শপথ নিয়ে কালক্ষেপণ করছে সরকার: অভিযোগ ইশরাকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

Israk
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন।

আদালত তার পক্ষে রায় দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের গেজেট জারি হওয়ার পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করানো নিয়ে অন্তর্বর্তী সরকার কালক্ষেপণ করছে বলে অভিযোগ তুলেছেন ইশরাক হোসেন।

শপথের জন্য তিনি প্রস্তুত আছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমি বিএনপি প্রার্থী, তাই তারা (সরকার) আমার বিপক্ষে। তারা চায় নিজেদের প্রশাসক বসাবে এবং যেসব লুটপাট চলছে, তা নিশ্চিন্তে চালিয়ে যাবে।’


বিজ্ঞাপন


শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক এসব অভিযোগ তোলেন। 

আরও পড়ুন: ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের আরও অভিযোগ, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি সরকার।

বিচারক ও বিচারকার্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিষোদগার করছে বলেও এসময় অভিযোগ করেন ইশরাক। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘যারা বিরুদ্ধে কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন। আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে। ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তবে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার যে বক্তব্য অনেকে দিচ্ছে, সেটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সকল আইনি পদক্ষেপ মেনেই আমরা এই রায় পেয়েছি।’

আরও পড়ুন: ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

এই উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে মন্তব্য করে ইশরাক বলেন, ‘সরকারের ভেতরেই আরেকটি দল হয়েছে, যারা নিজেদের জন্য কাজ করছে।’

বিএনপি নেতা বলেন, ‘আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও তার মতামতের জন্য ফাইল টেবিলে পড়ে ছিল। কিন্তু ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের নিয়ম থাকায় তিনি রেসপন্স না করায় নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়। এটি নিয়ে এমন বক্তব্য খুব দুঃখজনক।’

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই নির্বাচনে ইশরাক হোসেন বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন।

আরও পড়ুন: কত দিনের মেয়র হবেন ইঞ্জিনিয়ার ইশরাক? 

তবে ছাত্র-জনতার প্রবল আন্দোলনে পট পরিবর্তন হয় দেশের। পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ ঘটনার পর গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। এরপর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

পরবর্তীতে গত ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু মেয়র হিসেবে এখনো শপথ নেওয়া হয়নি তার।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর