জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ প্রতিবেশী ভারতের কাছে দেশকে যথাযথভাবে উপস্থাপিত করতে পারেনি। যার কারণে পরিবর্তিত প্রেক্ষাপটে যখন এ দেশের মানুষ তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে, ঠিক তখনই ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে।
শনিবার (৩ মে) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি পুরাতন মাঠে যুব সমাজের উদ্যোগে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আখতার হোসেন বলেন, গত ১৬ বছরে দেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। ভারতের আগ্রাসনবাদী মনোভাব এমনভাবে কাজ করেছে যে, তারা এ দেশের মানুষকে মানুষ মনে করেনি। কারণ, বাংলাদেশের আত্মমর্যাদা পুরোপুরি ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। দেশের মানুষ এখন মর্যাদার প্রশ্নে একাট্টা। সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখছে। এটি ২৪-এর গণ-অভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত।
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
তিস্তা ইস্যু নিয়ে আখতার হোসেন বলেন, উত্তরের তিস্তা নদী নিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে। পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক জোনগুলো দৃশ্যমান করতে সরকারকে দ্রুত মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
ফ্রি মেডিকেল ক্যাম্পে এসময় রংপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/জেবি

