সম্প্রতি বিএনপি নেতা পরিচয় দিয়ে রাজধানীর মতিঝিলের এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে তোলপাড় শুরু হলে বিএনপির পক্ষ থেকে অভিযুক্তকে আইনের আওতায় আনতে মামলা করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মতিঝিল থানা বিএনপির কোনো কমিটিই নেই।
সোমবার (১৪ এপ্রিল) মতিঝিল থানায় চাঁদা দাবি ব্যক্তিকে আইনের আওতায় আনতে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু।
বিজ্ঞাপন
তিনি জানান, মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
প্রসঙ্গত, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মতিঝিল থানার কোনো কমিটি নেই। কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে।
বিইউ/জেবি