মহান স্বাধীনতা দিবসে ঢাকা-১৩ আসনের নৈশ প্রহরীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোবাইল ফোন উপহার ও প্রাথমিক চিকিৎসা বাক্স বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম চালানো হয়।
বিজ্ঞাপন
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৩ আসনের নৈশ প্রহরীদের মাঝে মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি ও ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ।
কায়াস মাহমুদ তার বক্তব্যে বলেন, ‘এলাকার সন্তান হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী আমরা জনগণের সাথে মিলে জনগণের সমস্যাগুলি সমাধানের লক্ষে কাজ করে যাচ্ছি। এই উদ্যোগের মাধ্যমে নৈশ প্রহরীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আরও দ্রুত ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন, যা এলাকার নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে। নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে স্থানীয় জনগণ, নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন সরবরাহের ফলে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। আমাদের ঢাকা-১৩ আসনের এলাকাবাসীর বিশুদ্ধ পানির জন্য দীর্ঘ দিনের সংগ্রাম। এই সমস্যা সমাধানে আমরা সবাই একযোগে কাজ করব।’
কায়াস মাহমুদ আরও বলেন, পতিত স্বৈরাচারী সরকারের দোসররা নানাবিধ চক্রান্তে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রয়াস করে যাচ্ছে। আমাদের সবার মাঝে একতা বজায় রাখতে হবে যাতে দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত আমরা রুখে দিতে পারি। আমাদের কার্যকলাপ হতে হবে জনগণ কেন্দ্রিক। সবাই যদি আমরা একসাথে একযোগে জনগণের স্বার্থে কাজ করি তাহলেই সম্ভব বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।
বিজ্ঞাপন
এসময় কায়াস মাহমুদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এমএইচটি