মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

আ.লীগ-জাপাকে ছাড়া নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু বলা যাবে না: জিএম কাদের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১০:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচনকে কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। আমাদের পরিস্কার কথা প্রতিটি রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।

শনিবার (২২ মার্চ) সন্ধায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


বিজ্ঞাপন


জিএম কাদের বলেন, উত্তরপাড়া রাজনীতিতে হস্তক্ষেপ করছে এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আমাদের জানা নেই। এখন পর্যন্ত আমাদের বিপদ-আপদ যারই হয়েছে নাগরিকদের। পুলিশ অকার্যকর হওয়ায় সেনাবাহিনী যেখানে গেছে সেখানেও আমরা কিছুটা হলেও নিরাপত্তা পেয়েছি। এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে। কাজেই তাদেরকে ডিস্টার্ব করা তাদের সম্পর্কে মন্তব্য করে কথা বলা জনস্বার্থে অনুকূলে নয়। 

তিনি আরও বলেন, তোমরা জনসম্মুখে থাকো কারণ তোমাদের যেন মানুষ ভুলে না যায়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পাঁয়তারা করছে। এসব পাঁয়তারা আমরাও ওয়াকিবহাল আছি। এসব পাঁয়তারা মোকাবিলা আমরা জীবন দিয়ে হলেও করব। যেখানেই আমাদের বাঁধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জীবন দিয়ে হলেও সেটা আমরা করব। 

গ্রেফতার প্রসঙ্গে জিএম কাদের বলেন, ঢাকা থেকে আমাকে একজন বলেছে, ঢাকা গেলেই আমাদের গ্রেফতার করা হবে। আপনি রংপুরে থাকেন। সেখানে আপনাকে গ্রেফতার করতে পারবে না। আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না। রংপুরের লোক গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না। সারাদেশ একদিকে, রংপুরের লোক একদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছে। আমাদের ইতিহাস নুরুল দিনের ইতিহাস। আবারও আন্দোলন শুরু হবে রংপুর থেকে।

ইফতার পূর্ব আলোচনায় জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও রসিক সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন  অতিরিক্ত মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাট্য়োারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর