জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেয়নি বর্তমান সরকার।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহুম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এ প্রেক্ষিতে জাপা চেয়ারম্যান বলেন, যে সময়ের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে তখন হুসেইন মুহম্মদ এরশাদ দলের চেয়ারম্যান ছিলেন। সেই দলের সিদ্ধান্ত নিতেন তিনি। তখন নাকি দুর্নীতি করেছি! জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সামনে সুদিন আসছে, জনগণ জাপার সঙ্গে আছে। ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্তি দিতে যে পথে যেতে হয়, সে পথেই এগিয়ে যাব। জেলে নিলে নেবে, ফাঁসি দিলে দেবে।
ঢাকা মহানগর দক্ষিণ জাপার আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ জ্যেষ্ঠ নেতারা।
এমআর