বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার সময় বিএনপি স্থায়ী কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু তার বক্তব্যে বলেন, ‘নোমান ভাই একটি ইতিহাস। তিনি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং দলের দায়িত্ব পানলে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। আজকেও প্রধান বক্তা হিসেবে তার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল বেলায় তার মৃত্যুর খবর শুনতে পাই।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আমরা একজন অভিভাবককে হারালাম। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল, আবদুল্লাহ আল নোমানের ছেলে এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন।
পরে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।
এমই/এইউ