সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

চলতি মাসেই নতুন দল, সবার জন্য থাকবে উন্মুক্ত: সারজিস

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img
বক্তব্য দিচ্ছেন সারজিস আলম। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের নতুন দল চলতি ফেব্রুয়ারি মাসেই আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এই দল সবার জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে তিনি বলেছেন, এটি হবে জনগণের দল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ফ্যাসিবাদব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সারজিস আলম বলেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে প্রতিটি জেলা উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। আমরা আশা করছি চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন

দুই সহযোদ্ধাকে পাশে রেখে যে বার্তা দিলেন সারজিস

সারজিসের স্ত্রী কোরআনের হাফেজা, শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পতিত আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যেকোনো দল বা অপশক্তি অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় সারজিস বলেন, ৫ আগস্টের আগে এ দেশে যারা চাঁদাবাজি, দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করত সেই অরাজকতা এখনো বন্ধ হয়নি। অন্য কোনো দল, অন্য কোনো অপশক্তি সেই চাঁদাবাজি, দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিল সাইফুল্লাহসহ নেতাকর্মীরা।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub