শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুই সহযোদ্ধাকে পাশে রেখে যে বার্তা দিলেন সারজিস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ৬ জুন সকাল থেকে একসাথে যে পথচলা শুরু হয়েছিলো সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিল কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে ঐক্যবদ্ধ ছিলাম। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে নিজের ফেসবুকে ছবির সাথে লেখা পোস্ট করেছেন সারজিস আলম। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের আগে কিংবা পরে তিন সহযোদ্ধা ছবি তুলেছেন।


বিজ্ঞাপন


সারজিস লিখেছেন, মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে। কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪ এর গণহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ, যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় গতবছরের মাঝামাঝি। যা শেষ পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়। সামনের সারিতে থেকে শেষ পর্যন্ত টানা চার মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেন বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ বেশ কয়েকজন।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন