মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

জিরো পয়েন্টে ‘জিরো পারফরম্যান্সে’ আরও বিপাকে আ.লীগ!

কাজী রফিক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

জিরো পয়েন্টে ‘জিরো পারফরম্যান্সে’ আরও বিপাকে আ.লীগ!
জিরো পয়েন্টের কাছেই ভিড়তে পারেনি আওয়ামী লীগ। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশির ভাগ নেতাকর্মী গা ঢাকা দেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকায় অনেকেই ফিরছিলেন এলাকায়। তবে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়ায় দলটির তৃণমূলের নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন৷ একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় বেড়েছে, অন্য দিকে বিএনপিসহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায়ও পড়ছেন তারা।  

সম্প্রতি প্রকাশিত একটি অডিও কল রেকর্ডে শোনা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেখানে ১০ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়৷ শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়৷ শেখ হাসিনা জানান, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয়। তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক আছে।


বিজ্ঞাপন


আওয়ামী লীগ সভাপতির সেই নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে যায়। একই সঙ্গে ওই কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আওয়ামীবিরোধী দলগুলো মাঠে সক্রিয় হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীও কড়া অবস্থান নেয়। ফলে ১০ নভেম্বর জিরো পয়েন্টের কাছেই ভিড়তে পারেনি আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে লাখ লাখ লোকের জমায়েতের কথা বলা হলেও একসঙ্গে দুই-চার-পাঁচজনও আসতে পারেনি। বিক্ষিপ্তভাবে এদিন এক-দুজন কর্মী গুলিস্তানে এসে মারধরের শিকার হয়েছেন। অনেকে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ‘জিরো পয়েন্টে জিরো পারফরম্যান্স’ হিসেবে আখ্যায়িত করছেন।

League2

জানা গেছে, ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছেন। এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। ১০ নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা এলাকা ও ওয়ার্ড আওয়ামী লীগশূন্য হয়ে পড়েছে। নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাসায়, কেউ গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও।


বিজ্ঞাপন


আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের একজন শীর্ষ নেতা ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে বলেন, 'কোনো নেতৃত্ব নাই, দায়িত্বপ্রাপ্ত নেতা নাই। আমরা কেন নামব? আমি নিজেও যাইনি, কর্মীদেরও পাঠাইনি। আগে কেন্দ্রীয় নেতারা আসুক। তারা নেতৃত্ব দিক। তারপর আমরা নামবো।'

আরও পড়ুন

‘পুরনো কৌশলে’ ঘুরে দাঁড়ানোর চেষ্টায়ও ব্যর্থ আ.লীগ!

আওয়ামী লীগের দাবি, ১০ নভেম্বর বিকেলে গুলিস্তান বক চত্বর এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করেছেন তারা। তবে যে ছবি ও ভিডিও দলটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্ট হয়- ওই মিছিলে ২০ জন মানুষ ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুটি কয়েক নেতাকর্মী এক মিনিটেরও কম সময় একটি মিছিল করেন। পরে ধাওয়া খেয়ে পালিয়ে যান।

League4

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের একজন কর্মী নাম প্রকাশ না করে ঢাকা মেইলকে বলেন, 'আওয়ামী লীগ অনেক বড় একটা দল। ওই গুলিস্তানে কি আমরা কম প্রোগ্রাম করেছি? একটা ইউনিটে যে কজন লোক থাকে, সেই কয়জন লোকও ওই প্রোগ্রামে যায়নি। এই সময়ে এমন কর্মসূচি দেওয়াটা সঠিক হয়নি। ৫ আগস্টের পর আমরা দীর্ঘদিন এলাকার বাইরে ছিলাম। আমাদের লোকজন এলাকায় ঢুকতে পারেনি। কিছুদিন ধরে আমরা এলাকায় ঢুকছি। পরিস্থিতি স্বাভাবিক ছিল। এখন আবার সব ঘোলাটে।'

আরও পড়ুন

দলীয় নির্দেশনা মানলেন না আ.লীগের নেতাকর্মীরা!

তার মতে, কেন্দ্রীয় নেতারা উপস্থিত না থেকে কেবল তৃণমূল নেতাকর্মীদের মাঠে নামানোর প্রবণতা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিধ্বস্ত প্রমাণ করেছে। স্থানীয় নেতাকর্মীদের অনুপস্থিতি দলটিকে শীর্ষ পর্যায়ের সঙ্গে মতের অমিলের প্রমাণ দিয়েছে। তিনি বলেন, 'তৃণমূল কেন, নগর পর্যায়ের নেতারাও এই কর্মসূচিতে এগিয়ে আসেননি। এতে বোঝা যায়, নেতাকর্মীরা এই কর্মসূচি মোটেও ভালোভাবে নেয়নি। আমার মনে হয়, এর মাধ্যমে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব আরও বেড়ে গেল।'

League3

একই কথা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ওয়ার্ড পর্যায়ের একজন পদধারী নেতা। নাম না প্রকাশের শর্তের ঢাকা মেইলকে তিনি বলেন, 'মাসখানেক ধরে আমরা এলাকায় অবস্থান করছিলাম। নীরব ছিলাম, তবে এলাকায় ছিলাম। হুট করে এই কর্মসূচি দিয়ে সবাইকে বিপদে ফেলা হয়েছে৷ আবার সবাই এলাকা ছাড়া৷'

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর