বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, অতীতের যে কোনও সময়ের চেয়ে গত কয়েকদিনের বন্যা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা আন্তরিক চেষ্টা চালিয়ে পানিবন্দিদের উদ্ধার ও সাধ্যমতো ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে। জামায়াত ও ছাত্রশিবিরের এ সেবা অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে সবটুকু সাম দিয়ে বানবাসীদের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌদ্দগ্রামের গুণবতী, চিওড়া, বাতিসা, পৌর এলাকা, মুন্সিরহাট ও কালিকাপুর ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডা. তাহের বলেন, এখন রাজনৈতিক মতভেদ করার সময় নয়। এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রধান কাজ হওয়া উচিত। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অতীতের ন্যায় বর্তমানেও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রত্যেককে নিজের সামর্থ অনুযায়ী ভানবাসীদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, কেন্দ্রীয় শ্রমিকল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি কাজী মো. ইয়াছিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, জামায়াত নেতা সৈয়দ হারুন, আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিমসহ সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দ।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষ সাবেক এমপি ডা. তাহেরকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
/এএস