বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, তাই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে একজন ব্যবসায়ী রাখলে ভালো হতো।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। বঙ্গভবন থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমান সরকারের কাছে দেশের জনগণের আসা প্রত্যাশা অনেক বেশি।
বয়স ও অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার জন্য বাধা হয়ে দাঁড়াবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র শুধু ওই দুই ইয়াং ছেলে পরিচালনা করবে না। এই সরকারে মুরুব্বি ও বয়স্করা আছেন। ওনাদের যদি মানসিকতা থাকে মুরুব্বিদের সম্মান করে, তাদের অভিজ্ঞতা শেয়ার করে তাহলে ভেরি গুড কম্বিনেশন হবে।
তরুণদের জন্য বার্তা দিয়ে তিনি বলেন, আমরা রাজনীতিবিদরা যেমন মনে করেছি আমাদের একটা অপজিশন আছে কিন্তু এই যুবকদের জন্য সেটা না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়ে আছে সেটা আমাদের জন্য ভালো। আমরা যদি মনে করি আমাদের অপজিশন শুধু অপজিশন কথাটা সেটা না। বৈষম্যবিরোধী যে আন্দোলনটা হয়েছে সেটা ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য চিন্তার বিষয়।
বিজ্ঞাপন
পুলিশ ও র্যাবের বিষয়ে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব পুলিশ ও র্যাব খারাপ না। এজন্য সময় দিতে হবে। গত ১৫ বছরের দলীয় করণ হয়েছে। কিন্তু সব পুলিশ খারাপ না। তবে আমি মনে করি এই সরকারে যদি কোনো ব্যবসায়ী নেতা থাকতো তাহলে ভালো হতো। যেহেতু দেশের ইকোনমিক অবস্থা খারাপ। রাজনৈতিক অবস্থার কারণে দেশের ইকোনমিক অবস্থা খারাপ, তাই এখানে যদি কোনো ব্যবসায়িক নেতা থাকতো তাহলে ভালো হতো। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব একজন অর্থনীতিবিদ সেটা অনেক ভালো হয়েছে।
বিইউ/এমএইচএম