রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘জনরোষে’ বঙ্গভবনে ঢুকতেই পারলেন না মাহি বি চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ১১:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি- সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি, বিএনপির সাবেক মহাসচিবের ছেলে বিকল্পধারা বাংলাদেশের শীর্ষ নেতা মাহি বি চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রাতে তিনি বঙ্গভবন এলাকায় যান। কিন্তু শপথ অনুষ্ঠান ঘিরে উৎসুক জনতা তাকে দেখে ভুয়া-ভুয়া স্লোগান দেওয়ার একপর্যায়ে বঙ্গভবন এলাকা ছেড়ে চলে যান সাবেক এই সংসদ সদস্য।

আরও পড়ুন

সংকটময় মুহূর্তে দেশের দায়িত্বে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত পৌনে ৯টায় বঙ্গভবনের প্রবেশ পথে আসেন বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। এর আগে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। পরে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।

এরপর মাহি বি চৌধুরীর গাড়ি এলে তাকে দেখে ব্যঙ্গাত্মক নানা ধরনের স্লোগান দিতে থাকে বঙ্গভবনের সামনে জটলা করা উৎসুক জনতা। তার গাড়ি ঘিরে রেখে ভুয়া ভুয়া স্লোগানে তাকে তিরস্কার করতে থাকে জনতা। একপর্যায়ে তাকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও উৎসুক জনতার চাপে সেটি করা যায়নি। পরে গাড়িটি মাহি বি চৌধুরীকে নিয়ে পিছু হটে এবং বঙ্গভবনের সামনে থেকে চলে যায়।

বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub