শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা ও একাধিক প্রাণহানির পর তাদের সঙ্গে আলোচনায় বসতে সরকার উদ্যোগ নিলেও এটা বেশ বিলম্বে হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সরকার সৎ উদ্দেশে শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেয়নি এমন দাবি করে তিনি বলেছেন, শিক্ষার্থীদের এই প্রস্তাবে রাজি হওয়া উচিত হবে না।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব দেয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা জানান বিএনপির এই নেতা।
বিজ্ঞাপন
আব্দুল আউয়াল মিন্টু বলেন, কোটা সংস্কারের দাবিটি ছিল সাধারণ। এ বিষয়কে সমাধান না করে অনেক দূরে নিয়ে গেছে সরকার। আলোচনার প্রস্তাব অনেক দেরি হয়ে গেছে সরকারের জন্য এখন আলোচনার কি আছে, এতগুলো প্রাণ গেলো যাদের কারণে তাদের বিচার করেন। যারা গুলি করে হত্যা করল শিক্ষার্থীদের তাদের বিচার করে তারপর আলোচনা করতে হবে।
তিনি বলেন, সৎ উদ্দেশে সরকার শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রক্রিয়ার মতোই কোটা সংস্কারের দাবিকে বাতিলের পাঁয়তারা করছে আদালতকে ব্যবহার করে। সরকারের পদত্যাগ করা উচিৎ।
সরকার অস্তিত্ব সংকটে পড়ে গেছে এমন দাবি করে বিএনপির এই নেতা বলেন, যে কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আদালতের কথা বলে সরকার আবার ফাঁদ পেতেছে। সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখতেই সরকার আলোচনায় বসার কথা বলছে।
তিনি আরও বলেন, যারা নিহত হয়েছেন তারা লাশ নয়, মানুষের মুক্তির জন্য তারা শহীদ হয়েছেন। রক্তের ওপর দাঁড়িয়ে খুনিদের সাথে আলোচনা করা শিক্ষার্থীদের ঠিক হবে না।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আলোচনার কথা বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আবারও অপকৌশল করছে সরকার। এই মুহূর্তে সরকারের পদত্যাগই সবকিছুর সমাধান।
বিজ্ঞাপন
বিইউ/এএস