বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৪, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

সরকার বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ছয় মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল রোববার (১২ মে) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল।

শনিবার (১১ মে) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল দুপুর ১২টায় গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


টানা আন্দোলন করে আসা বিএনপি গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে। তবে এই মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ। পরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে আটক হন মির্জা ফখরুল।

আরও পড়ুন

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

সস্ত্রীক ওমরাহ করলেন ফখরুল

প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান বিএনপি মহাসচিব। গত ৪ মার্চ তিনি সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর থেকে ফিরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিলেও সাংবাদিকদের মুখোমুখি হননি।

গত ৪ মে ফখরুল সস্ত্রীক ওমরা পালনের জন্য সৌদি আরবে যান। ওমরা পালন শেষে গত ৮ মে তিনি দেশে ফিরেন।


বিজ্ঞাপন


জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর