রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

ফিলিস্তিনের গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায় ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৪, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনের গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায় ছাত্রলীগ
ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা। ছবি: ঢাকা মেইল

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে ছাত্রলীগ। ছয় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।

রোববার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সমাবেশের ঘোষণাও দেওয়া হয় ছাত্রলীগের পক্ষ থেকে। সোমবার (৬ মে) বেলা ১১টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।


বিজ্ঞাপন


ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ন্যায্যতা, ন্যায়, মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছেন, তার প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ।

সাদ্দাম বলেন, গোটা পৃথিবীতে ফিলিস্তিনের পক্ষে একটি ছাত্র আন্দোলন চলমান রয়েছে। সে ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ সংহতি জানানোর জন্য আগামীকাল থেকে জোরদার ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি। আগামীকাল বেলা ১১টায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং সংহতি সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানাচ্ছি। আগামীকালের এই কর্মসূচি শুধু ছাত্রলীগের কর্মসূচি নয়, এটি দেশের সব শিক্ষার্থীর কর্মসূচি, বিশ্বের সব মুক্তিকামী মানুষের কর্মসূচি।

আরও পড়ুন

‘ফিলিস্তিনকে সমর্থনের জন্য মুসলিম হওয়ার দরকার নেই, মানুষ হওয়াই যথেষ্ট’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, আমাদের বন্ধু রাষ্ট্র ফিলিস্তিনের ওপর যে আগ্রাসী আক্রমণ চলছে, যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার বিরুদ্ধে বৈশ্বিক যে আন্দোলন সে আন্দোলনে সংহতি প্রকাশ করছি। দেশের সব শিক্ষার্থীকে নিয়ে আগামীকাল ফিলিস্তিনের পক্ষে আমাদের কর্মসূচি শুরু হবে। সারাদেশে একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে। আমরা একসঙ্গে আওয়াজ তুলব ফিলিস্তিনের ওপর গণহত্যা বন্ধ করতে হবে, আগ্রাসন বন্ধ করতে হবে।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, সারা বিশ্বে ইসরায়েলের আগ্রাসন নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে চলছে তুমুল আন্দোলন৷ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ধরপাকড়৷ স্রেফ ফিলিস্তিনকে সমর্থন করাকেই ডিগ্রি বাতিল, ভর্তি বাতিল ও বহিষ্কারের জন্য যথেষ্ট মনে করা হচ্ছে। এসবের প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মাঠে নামার ঘোষণা দেয় ছাত্রলীগ।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর