শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

নিজের বড় জয়ে বিস্মিত মেনন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

নিজের বড় জয়ে বিস্মিত মেনন!
রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত

১৪ দলীয় জোটের নেতাদের জন্য আওয়ামী লীগ এবার ছয়টি আসনে ছাড় দিয়েছিল। তবে শেষমেষ এসব আসনের মধ্যে মাত্র দুটিতে প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পেরেছেন। এর মধ্যে বরিশাল-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নিজ দলের সাধারণ সম্পাদকসহ জোটের শীর্ষ কয়েকজন নেতা যেখানে ভোটে পরাজিত হয়েছেন, সেখানে নিজের বড় জয়কে বিস্ময়কর হিসেবে দেখছেন রাশেদ খান মেনন। এজন্য তিনি নিজেকে ‘হারাধনের শেষ ছেলেটি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে এমপি হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেনন এসব কথা বলেন।


বিজ্ঞাপন


গতবার জোটের সাতজন এমপি ছিলেন, এবার মাত্র দুজন। অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সাথে মিশি, চলি, যাদের অর্থবিত্ত নেই তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ।’

আরও পড়ুন

নৌকা নিয়ে পরাজিত ইনু বললেন ‘কারচুপিতে হেরেছি’ 

মেনন বলেন, ‘আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে, কারণ আমি ৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার আমি সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে।’

সাবেক মন্ত্রী মেনন ঢাকা-৮ আসনের তিনবারের সংসদ সদস্য। এবারই প্রথম তাকে নিজ জেলা বরিশাল-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘এই আসনে (বরিশাল-২) ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করেছি যে, মানুষ আমাকে পুরনোভাবেই গ্রহণ করেছে। এবং সেভাবেই তারা আমাকে দেখতে চায়।’


বিজ্ঞাপন


দর কষাকষির পর এবারের নির্বাচনে মাত্র ছয়টি আসনে ১৪ দলের শরিকদের ছাড় দেয় আওয়ামী লীগ। নিজ দলের প্রতীক বাদ দিয়ে আওয়ামী লীগের নৌকা নিয়ে ভোট করেও তাদের চারজন জয়ের মুখ দেখেননি। জয়ী হয়েছেন কেবল রাশেদ খান মেনন এবং রেজাউল করিম তানসেন

আরও পড়ুন

প্রথমবার ভোটে হারলেন মঞ্জু 

জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২ আসনে এবারও নৌকা দেওয়া হয়েছিল। এ দলের মোশাররফ হোসেন নৌকা নিয়ে ভোট করেন লক্ষ্মীপুর-৪ আসনে। দুজনেই হেরেছেন। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আগের মতো রাজশাহী-২ আসনে নৌকা নিয়ে ভোট করেও হেরেছেন। এছাড়া জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও পিরোজপুর-২ আসনে পরাজিত হন। সাতবারের সংসদ সদস্য মঞ্জু এবারই প্রথম পরাজয়ের স্বাদ পান। সেটাও তার সাবেক এপিএস স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর