শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

প্রথমবার ভোটে হারলেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

প্রথমবার ভোটে হারলেন মঞ্জু
আনোয়ার হোসেন মঞ্জু। (ফাইল ছবি)

পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পরাজিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে নিজের সাবেক এপিএস মহিউদ্দিন মহারাজের কাছে তিনি ধরাশায়ী হন। সাতবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এবারই প্রথমবারের মতো পরাজয়ে স্বাদ পেলেন প্রখ্যাত সাংবাদিক মানিক মিয়ার সন্তান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে ৯৯ হাজার ৭২৪ ভোট পেয়েছেন। আর নৌকা নিয়ে নির্বাচন করা আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট।


বিজ্ঞাপন


মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক।

আরও পড়ুন

নৌকা নিয়েও ধরাশয়ী মমতাজ  


বিজ্ঞাপন


সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর আসন হিসেবে পরিচিত পিরোজপুর-২ আসনে বরাবরই তিনি বিজয়ী হন। এর আগে নিজ দল জেপির প্রতীক সাইকেল নিয়ে বিজয়ী হলেও এবার এতে ভরসা করতে না পেরে সরকারি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তবে শেষ পর্যন্ত ভরাডুবি ঠেকাতে পারলেন না জাঁদরেল এই নেতা। অবশেষে তিনি পরাজিত হলেন নিজেরই সাবেক শিষ্যের কাছে।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর