শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

এবার জামানতও টেকাতে পারলেন না সেই এমপি বাবলু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

অনেকটা সুযোগে এমপি হয়ে যাওয়া রেজাউল করিম বাবলু এবারের নির্বাচনে পাত্তাই পেলেন না। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী শাহজাহানপুর) আসনে স্থানীয় বিএনপির সমর্থনে এমপি হলেও এবারের নির্বাচনে তিনি জামানত টেকাতে পারেননি।  

রোববারের (৭ জানুয়ারি) নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন দুই হাজার সাত ভোট।


বিজ্ঞাপন


আরও পড়ুন

একটি আসনও পায়নি তৃণমূল বিএনপি-বিএনএম 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে মোট ভোট পড়েছে এক লাখ ১২ হাজার ৪৫১টি। যার মধ্যে বৈধ ভোট গননা করা হয় এক লাখ আট হাজার সাতটি। জামানত রক্ষার জন্য দরকার ছিল ১৪ হাজার ৫৬ ভোট। সেই হিসাবে নির্বাচনে জামানত হারিয়েছেন এমপি বাবলু।


বিজ্ঞাপন


এই আসনে এবার বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু। তিনি পেয়েছেন ৯১ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ টি এম আমিনুল ইসলাম পেয়েছেন ছয় হাজার ৮০১ ভোট।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মূলত এই আসনটি জিয়া পরিবারের আসন হিসেবে পরিচিত। সবশেষ ২০০৮ সালে এই আসনে বিজয়ী হলেও খালেদা জিয়া আসনটি ছেড়ে দেন। পরে এখানে উপনির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদ।

আরও পড়ুন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত যারা 

২০১৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপি। আর সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। এখানে বিএনপির মনোনয়ন পান দলের গাবতলী উপজেলা শাখার নেতা মোরশেদ মিলটন। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আসনটি বিএনপিশূন্য হয়ে পড়ে। অবশেষে শেষ মুহূর্তে বিএনপির সমর্থনে এমপি নির্বাচিত হন রেজাউল করিম বাবলু।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন