শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

নৌকা নিয়েও ধরাশয়ী মমতাজ 

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

নৌকা নিয়েও ধরাশয়ী মমতাজ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল চারটায়। তারপর থেকেই প্রার্থীরা আছেন ফলাফলের অপেক্ষায়। সেই দলে আছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। 

মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে নির্বাচনের ফলাফল ক্রমশ প্রতিকূলে যাচ্ছে তার। তাকে টপকে ট্রাক মার্কা নিয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু।


বিজ্ঞাপন


আরও পড়ুন- স্বতন্ত্র প্রার্থীর কাছে পাত্তা পাচ্ছেন না মমতাজ

মানিকগঞ্জ ২ আসনে মোট ভোট কেন্দ্র ১৯৩টি। এরমধ্যে ১৩০ টির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নৌকা প্রতীক নিয়ে মমতাজ পেয়েছেন ৫১ হাজার ২৩৩ ভোট। অন্যদিকে ৫৬ হাজার ৩৮৬ ভোট তার থেকে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু ।

এদিকে ভোটগ্রহণ শেষে ঢাকা মেইলকে মমতাজ বলেছিলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ এবার নির্বাচিত হলে প্রথমে কোন কাজটি হাতে নেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যে প্রতিশ্রুতি আছে সেসব পূরণ করব। আঞ্চলিক সড়ককে চার লেনের করা, গ্যাসের সংযোগ করা, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা আমাদের প্রতিশ্রুতি ছিল। নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করব।’

আরও পড়ুন: ভোট দিয়ে যা বললেন মমতাজ


বিজ্ঞাপন


দিনের প্রথম প্রহরে ভোট প্রদান করেছেন মমতাজ। সেসময় ভোটের পরিবেশ নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সকালের দিকে কিছুটা কম ভোটার। আমার মনে হয় আস্তে-ধীরে ভোটাররা আসবে। আর দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে। প্রার্থী হিসেবে দেখলাম, এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে- সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’

আরও পড়ুন: ১৭ কেন্দ্রে ফল প্রকাশ, একটি ভোটও পাননি মাহি 

দিনের প্রথম প্রহরে ভোট প্রদান করেছেন মমতাজ। সেসময় ভোটের পরিবেশ নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সকালের দিকে কিছুটা কম ভোটার। আমার মনে হয় আস্তে-ধীরে ভোটাররা আসবে। আর দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে। প্রার্থী হিসেবে দেখলাম, এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে- সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর