রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

‘ফাউল করে বাদ পড়া বিএনপির রাজনীতির মাঠে খেলার সুযোগ নেই’

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

‘ফাউল করে বাদ পড়া বিএনপির রাজনীতির মাঠে খেলার সুযোগ নেই’

বিএনপি লাল কার্ড খেয়ে খেলা থেকে বাদ পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ফাউল করার কারণে বিএনপি খেলা থেকে বাদ পড়েছে। রাজনীতির মাঠে তাদের আর খেলার কোনো সুযোগ নেই।’

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন কাদের।


বিজ্ঞাপন


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা মানে না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হলো পরগাছা। এই পরগাছাকে বিলুপ্ত করতে হবে।

আরও পড়ুন

রাজনীতির বিষফোঁড়া বিএনপিকে মুছে ফেলতে হবে: কাদের

হরতাল-অবরোধের নামে বিএনপি জ্বালাও-পোড়াও করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মানুষদের হত্যা করছে, ঠিক সেভাবেই আন্দোলনের নামে বিএনপি মায়ের বুকের শিশুকে পুড়িয়ে মারে। এরা গণতন্ত্র হত্যাকারী দল। যারা ২০০৬ সালে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করে প্রহসনের নির্বাচন করতে চেয়েছে।’

এর আগে সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার, পেশকারহাট, নতুন বাজার টেকেরবাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ করেন ওবায়দুল কাদের।


বিজ্ঞাপন


KADER-2

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘দণ্ডিত আসামি তারেক রহমান ২০০৭ সালে পালিয়ে গিয়ে লন্ডনে বসে রিমোট কন্ট্রোল দিয়ে আন্দোলন চালাতে চায়। তারা অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে। সাধারণ মানুষ তাদেরকে অসহযোগিতার মাধ্যমে বিতাড়িত করবে। যারা নেত্রীকে হটাতে চায়, আমরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদেরকে হটিয়ে দেব। 

নিজ এলাকার উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই কবিরহাট এক সময় অবহেলিত ছিল। এখানে গত ১৫ বছরে রাস্তাঘাট, বিদ্যুৎ, কালভার্ট, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার উন্নয়নকে রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে ৭ তারিখ ফাইনাল খেলায় জিততে হবে।’

আরও পড়ুন

প্রচারে নেমেই নেতাকর্মীদের সতর্ক করলেন কাদের

পথসভায় আরও উপস্থিত ছিলেন-ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইব্রাহিম, সাধারণ সম্পাদক, জহিরুল হক রায়হানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এমআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর