রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

নৌকা পেয়েও কপাল পুড়ল যাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

নৌকা পেয়েও কপাল পুড়ল যাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩৬২ জন ছিলেন নৌকার মনোনয়ন প্রার্থী। দুই আসন বাকী রেখে ২৯৮ আসনে নৌকার প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। ১৪ দলীয় জোটকে ছাড়া হয় ৬টি আসন। মহাজোটের শরিক জাতীয় পার্টিকে গতবারের মতো ২৫টি আসনে ছাড় দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। ফলে এই ৩১ আসনে আসনে নৌকার প্রার্থীদের কপাল পুড়েছে। নৌকা পেয়ে হারানোর এই যাত্রা শুরু হয়েছে ঝালকাঠি-১ আসন থেকে।

বিএনপি থেকে সরে আসা শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসনে নৌকা দিয়েছে আওয়ামী লীগ। যদিও মনোনয়ন ঘোষণার সময় এ আসনে নৌকা পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য বজলুল হক হারুন।


বিজ্ঞাপন


১৪ দলকে ৬ আসন ছাড়তে গিয়ে নৌকা বঞ্চিত হয়েছে ৫ জন। কারণ, এই ৬ আসনের মধ্যে কুষ্টিয়া-২ আগে থেকেই ফাঁকা রেখেছিল আওয়ামী লীগ।

বগুড়া-৪ আসনে নৌকা পেয়ে হারিয়েছেন হেলাল উদ্দিন কবিরাজ, রাজশাহী-২ আসনে মোহাম্মদ আলী, বরিশাল-২ তালুকদার মোহাম্মদ ইউনূস, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস এবং লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলি।

জাতীয় পার্টিকে আসন দিতে গিয়ে মনোনয়ন হারিয়েছেন- ঠাকুরগাঁও-৩ আসনে মো. ইমদাদুল হক, নীলফামারী-৩ আসনে মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনে মো. জাকির হোসেন বাবুল, রংপুর-১ আসনে মো. রেজাউল করিম রাজু, রংপুর-৩ আসনে তুষার কান্তি মন্ডল, কুড়িগ্রাম-১ আসনে মো. আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনে মো. জাফর আলী, গাইবান্ধা-১ আসনে আফরুজা বারী, গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা বেগম গিনি, বগুড়া-২ আসনে তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ আসনে মো. সিরাজুল ইসলাম খান রাজু, সাতক্ষীরা-২ আসনে মো. আসাদুজ্জামান বাবু, পটুয়াখালী-১ মো. আফজাল হোসেন, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান, ময়মনসিংহ-৫ মো. আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ মো. আব্দুছ ছাত্তার, কিশোরগঞ্জ ৩ মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম, ঢাকা-১৮ হাবিব হাসান, হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান আলম, ফেনী-৩ মো. আবুল বাশার, চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালাম এবং চট্টগ্রাম আসনে নৌকা পেয়েও হারিয়েছেন নোমান আল মাহমুদ।

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর