সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ঢাকা

প্রার্থিতা প্রত্যাহারের দিনেও ভোট নিয়ে দোদুল্যমান জাপা!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

প্রার্থিতা প্রত্যাহারের দিনেও ভোট নিয়ে দোদুল্যমান জাপা!

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আজকের রাত পেরোলেই সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় নামবেন প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের আর কিছু সময় বাকি থাকলেও এখনো আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে না পারায় নির্বাচন কীভাবে করবে, আদৌ করবে কি না সেসব নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে জাতীয় পার্টি (জাপা)।

আরও পড়ুন

হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক জিএম কাদেরের

রোববার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে দুইটার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, 'আমরা কোনভাবে নির্বাচন করব, কী করব না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কয়েক ঘণ্টা সময় নিচ্ছি। বিকেলে আপনাদের জানাব।'

এর আগে জাপা চেয়ারম্যান জিএম কাদের দলের কো-চেয়ারম্যানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আসন সমঝোতার বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।

japa_2অবশ্য বৈঠক চলার মধ্যেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়ে গেছে। বিকেল চারটার মধ্যে ফাইনাল হবে।

জাপা মহাসচিবের কাছে প্রশ্ন ছিল- আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়েছে কি না। কিছুটা কৌশলি জবাব দিয়ে চুন্নু বলেন, 'এখানে সমঝোতার কিছু নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হয়তো যথার্থই বলেছেন। আমাদের দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিভাবে কী করা হবে সেসব বিষয় আলোচনা করেছেন। আমরা বিকেলে বিস্তারিত জানাব।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে: কাদের

আওয়ামী লীগের কাছে আসন চাওয়া নিয়ে করা প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, আসন চাওয়া না চাওয়ার বিষয় না। তবে একটা জিনিস ঠিক কেউ যদি কিছু চায়, চাওয়ার সময় একটু বেশিই চায়।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর