শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

সাতসকালে হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১০:১৭ এএম

শেয়ার করুন:

সাতসকালে হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

অষ্টম দফায় ২৪ ঘণ্টা অবরোধের পর শুরু হয়েছে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার হরতাল। হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে গুলশান ও উত্তরায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শাহজাহান ওমরের কারামুক্তি ঘিরে নানা গুঞ্জন!

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), ডা. শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি তারেকুজ্জামান তারেক, রাফিজুল হাই রাফিজ, বর্তমান সহসভাপতি মাহবুব মিয়া, ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, হাসান হাফিজুর রহমান লিটন, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, মহিলা দলের কেন্দ্রীয় সহসম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, সহসাধারণ সম্পাদক শাহ পরান, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ূন হাবিব হিরণ।

 

rizvi-1


বিজ্ঞাপন


মিছিলে আরও ছিলেন- জাসাস বাড্ডা থানার জিএস আরিফ হোসেন, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক রোমান, সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরন, বরিশাল আগৈলঝড়ার সদস্য সচিব শাহেদ, যুগ্ম আহ্বায়ক এসেন্ট রায়, মেঘনা উপজেলা যুবদলের মৃদল, ধানমন্ডি থানা যুবদলের আমজাদ হোসাইন, ডেমরা থানা ছাত্রদলের মাসুদ রানা বাওয়ানী, ঢাকা কলেজ ছাত্রদলের মো. ফয়সাল হোসেন, রামগঞ্জ পৌর ছাত্রদলের মো. হুমায়ুন কবির সাদ্দাম, জসীম শেখ প্রমুখ।

আরও পড়ুন

‘জীবন বাজি’ রেখে হরতাল পালনের ডাক রিজভীর

সকাল ৮টায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, বিএনপি নেতা হারুনুর রশিদ, হাজি জহিরুল ইসলাম, নাদিয়া পাপন, রিপন হাসান, বিপ্লব, চান মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর