জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। ২৮৯ আসনে ঘোষিত তালিকায় বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। তাকেসহ তিনজন সংসদ সদস্যকে দল মনোনয়ন দেয়নি।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বিজ্ঞাপন
পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীকে মনোনয়ন না দেওয়া প্রসঙ্গে চুন্নু বলেন, এমপি রুস্তম আলী ফরাজী অনেক দিন ধরে দলের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। সভা-বৈঠকেও উপস্থিত হননি। এ কারণে তিনি মনোনয়নের দৌড়ে নেই। এছাড়া বর্তমান সব এমপিই মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞাপন
পিরোজপুর-৩ আসনে রুস্তম আলী ফরাজীর জায়গায় লাঙ্গল দেওয়া হয়েছে মাশরেকুল আজম রবিকে।
রুস্তম আলী ফরাজী ১৯৯৬ সালে পিরোজপুর-৩ থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এবং ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। ২০১৪ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। ২০১৮ সালে তিনি আবার জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন।
দেশের সংসদীয় ইতিহাসে রুস্তম আলী ফরাজীই প্রথম বিরোধী দল থেকে সরকারি হিসাব কমিটির সভাপতি হন। এছাড়া সংসদে বিভিন্ন ইস্যুতে কথা বলে প্রায়ই তিনি আলোচিত হন।
জেবি

