বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আড়াই বছর পর কারামুক্ত হেফাজত নেতা মনির কাসেমী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

আড়াই বছর পর কারামুক্ত হেফাজত নেতা মনির কাসেমী

প্রায় আড়াই বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি জমিয়তে উলামায়ে ইসলামেরও কেন্দ্রীয় নেতা।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নেতাকর্মীদের মুক্তির দাবিতে হেফাজতের আলটিমেটাম

২০২১ সালের ২১ মে সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে মনির হোসাইন কাসেমীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার সাবেক মুহতারিম। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: আড়াই বছর পর কারামুক্ত হেফাজত নেতা মনির কাসেমী


বিজ্ঞাপন


২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় নাশকতার একাধিক মামলার আসামি মনির কাসেমী। এছাড়া তিনি ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরের ঘটনারও একাধিক মামলার আসামি।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর