রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বুধ ও বৃহস্পতিবার এলডিপির অবরোধের ডাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

বুধ ও বৃহস্পতিবার এলডিপি'র অবরোধের ডাক

বিএনপির সমর্থনে আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। 

সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ অবরোধের ঘোষণা দেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ।  


বিজ্ঞাপন


আরও পড়ুন

সরকার একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায়: জোনায়েদ সাকি

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে কর্নেল অলি আহমদ বলেন, মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন। কিছুদিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। আমাদের কর্মসূচিতে যোগদান করুন। ইনশাআল্লাহ বিজয় আসবে।

উল্লেখ্য, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে  আজ। এসময় নতুন কর্মসূচির ঘোষণা এলো। 

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর