রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক রুবেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। 

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 


বিজ্ঞাপন


জানা গেছে, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন তিনি।

 

আরও পড়ুন

তিল ধারণের ঠাঁই নেই আওয়ামী লীগ কার্যালয়ে

মনোনয়ন ফরম তোলার পর চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল বলেন, আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের। 


বিজ্ঞাপন


উল্লেখ্য, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি ফরম বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub