বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপির শীর্ষ নেতাদের বাসায় বাসায় পুলিশের হানা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

বিএনপির শীর্ষ নেতাদের বাসায় বাসায় পুলিশের হানা
কোলাজ: ঢাকা মেইল

মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসভবন থেকে আটক করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। 

রোববার (২৯ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


একই দিন ভোর ৪টায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর ৬টার সময় তার বাসার ভেতর অভিযান চালালে তাকে বাসায় পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মির্জা আব্বাসের বাড়িতে অবস্থান করছে।

এদিকে ভোর ৫টার দিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় তিনি বাসায় না থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

 

আরও পড়ুন

অপর দিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছেলের লালমাটিয়ার বাসায়  সকালে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় আলালকে না পেয়ে বাসার প্রতিটি রুম তল্লাশি চালায় তারা। এরপর দুপুর পৌনে ১২টার দিকে তার বনানীর বাসায় যায় গোয়েন্দা বাহিনীর সদস্যরা। দুপুর ১২টার দিকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, লালমাটিয়ার পর এখন তার বনানীর বাসায় ১৪/১৫ জন ডিবি পুলিশ তল্লাশি চালাচ্ছেন। প্রতিটি রুম তছনছ করা হচ্ছে।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের শান্তিনগরের বাসভবন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসভবন এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বাসভবনে অভিযান চালানো হয়েছে। পুলিশের অভিযান থেকে বাদ পড়েননি বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এই সদস্যের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। 

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনের নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হলে কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে দলটির নেতাকর্মীদের। এ সময় এক পুলিশ কনস্টেবল ও এক যুবদল কর্মী নিহত হন। এছাড়া আহত হন পুলিশ ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর