বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফখরুলের পর মির্জা আব্বাসের বাসা ঘেরাও করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

ফখরুলের পর মির্জা আব্বাসের বাসা ঘেরাও করল পুলিশ
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলটির আরেক স্থায়ী কমিটির সদস্যের বাসা ঘোরাও করে রেখেছে পুলিশ। 

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে। 


বিজ্ঞাপন


এর আগে গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গোয়েন্দা পুলিশের একটি দল রোববার সকালে তাকে আটক করে নিয়ে যায়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসি মাহবুবুল হক সজীব ঢাকা মেইলকে বলেন, মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমরা তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। 

আরও পড়ুন

 


বিজ্ঞাপন


এরও আগে এক বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি হয়েছেন। 

 

তিনি জানান, ভোর থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসাও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর