মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বেন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

‘নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বেন’

আগামী মাসেই (নভেম্বর) নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে জানিয়ে বিএনপিকে ইঙ্গিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেই ট্রেন মিস করলে পিছিয়ে পড়বেন। নভেম্বর তফসিল এবং জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসামনী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ করে, বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন, সেটা আমরা হতে দেব না। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

আরও পড়ুন: ২৮ অক্টোবর ‘ইটের জবাব পাথর দিয়ে দেবে’ আ.লীগ

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা ভোট চুরি করেছেন, ভুয়া ভোটার তৈরি করেছেন। এই দেশটাকে এদেশের সংবিধান অনুযয়ী চালাতে হবে। নির্বাচনব্যবস্থা সংবিধান অনুযায়ী হবে। অবরোধের খায়েস পূর্ণ হবে না। এসব জ্বালাও-পোড়াও, ধ্বংসের হুমকি যারা দিচ্ছে, ঢাকা অবরোধ-দখলের নামে আবারও আগুন সন্ত্রাসের হুমকি আসছে। শেখ হাসিনা গরিবের সঙ্গে আছেন, দুঃখী মানুষের সঙ্গে আছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে।’

Oka2


বিজ্ঞাপন


সড়কসংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আইন পরিবর্তন করার কী সময় আছে, অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে, সংযোজন, বিয়োজন, সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয় আপাতত মুলতবি রাখতে হবে।  

আরও পড়ুন: ‘২৮ তারিখ আমাদেরও কর্মসূচি আছে, জনতার মহাসমুদ্র হবে’

নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি পারফেক্ট মানুষ এ দাবি করব না। ভুলত্রুটি হতে পারে। ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।’

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর