ইউরেনিয়াম কী জিনিস আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের তা জানেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ‘বেশি লাফালাফি করলে ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব’- বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে সেতুমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ইউরেনিয়াম কী জিনিস তা জানতে বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় না।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। গণধিকার পরিষদ একাংশ এই আলোচনা সভার আয়োজন করে।
বিজ্ঞাপন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে গতকাল সোমবার রাজধানীতে এক সমাবেশে ইউরেনিয়াম ঢেলে বিএনপির কয়েকজন নেতার ‘মাথা ঠান্ডা করার’ কথা বলেন ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘ইউরেনিয়ামের দুইটা চালান এসে গেছে। সেটা আমরা কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু রিজভী পাগলার মাথায়... যে লাফাবে মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।’
সেতুমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, 'আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আওয়ামী লীগের যে কয়েকজন পড়াশোনা জানা মানুষ তাদের মধ্যে তিনি একজন। আমরা তাই জানতাম। কিন্তু তার কী করুণ অবস্থা হয়েছে, সেটা জানতাম না। ইউরেনিয়াম কী জিনিস তাই জানেন না। এটার জন্যতো বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না।'
বিজ্ঞাপন
‘আসলে দলে নিজের মনিবের প্রতি তোষামোদি করতে গিয়ে, মনিবকে খুশি করতে গিয়ে ওবায়দুল কাদের আগ বাড়িয়ে বিনোদনমূলক বক্তব্য দিচ্ছেন।’-যোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সভা-সমাবেশে সীমাবদ্ধ না থেকে এখন রাজপথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে গণতন্ত্রে বিশ্বাসী নয়। আওয়ামী লীগের গণতন্ত্রের কথা ভূতের মুখে রাম নাম। আজ দেশের সর্বস্তরের মানুষ এক মুহূর্তের জন্য এ সরকারকে দেখতে চায় না।
মির্জা ফখরুল বলেন, মানুষ বেশি কিছু চায় না, শুধু নিজের ভোট নিজে দিতে চায়। কিন্তু দেশে নির্বাচনই তো হয় না। আওয়ামী লীগ বলে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন করেছে। মানুষ সেসব সবই দেখেছে। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সামনে নির্বাচনেও একই কায়দায় শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলা হচ্ছে। সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে।
সব রাজনৈতিক দলকে দেশরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কালবিলম্ব না করে দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ুন।
বিইউ/এমআর

