শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সোমবার বিএনপির সঙ্গে বসবে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

BNP
বিএনপির সঙ্গে বৈঠক করবে ঢাকায় অবস্থানরত মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। ফাইল ছবি

বিএনপির সঙ্গে বৈঠক করবে ঢাকায় অবস্থানরত মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। আগামীকাল সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (৭ অক্টোবর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। ৭ সদস্যের প্রতিনিধি দল ও তাদের সহায়তাকারীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন

আন্দোলনের পাশাপাশি ভোটের প্রস্তুতিও বিএনপিতে

প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।


বিজ্ঞাপন


 

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অ্যাটাশে ও মুখপাত্র ব্রায়ান শিলার এর আগে সাংবাদিকদের বলেছিলেন, প্রাক-নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিনিধি দলটি বাংলাদেশে সফরকালে নির্বাচন কমিশন (ইসি) ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর