শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

নেতাদের পালিয়ে যাওয়া বিএনপি ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

Information-minister
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: পিআইডি

কর্মসূচি-রোডমার্চ করেও বিএনপি নেতাদের পালিয়ে যাওয়া, অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন প্ল্যাটফর্ম ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি কিছুদিন পরপর নানা ধরনের কর্মসূচি দেয়। কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই। কয়দিন হাঁটা কর্মসূচি, কয়দিন বসা কর্মসূচি, কয়দিন গণমিছিল কর্মসূচি- এগুলো গতানুগতিক।’

 

আরও পড়ুন

নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে: নাছিম

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে অনুরোধ জানাব- তাদের দল থেকে যে পালিয়ে যাচ্ছে, সেটি নিয়ে একটু কিছু বলার জন্য। তাদের এই পালিয়ে যাওয়া ঠেকানোর জন্য তারা এখন রোডমার্চ, তারপর আরও হয়তো অন্য কোনো কর্মসূচি দেবে। এগুলো করেও বিএনপি থেকে পালিয়ে যাওয়া, বিএনপি থেকে নেতাদের সরে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন প্ল্যাটফর্ম করা তারা ঠেকাতে পারবে না।’


বিজ্ঞাপন


সদ্য প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের চলচ্চিত্র শিল্প যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন সৈয়দ সালাহউদ্দিন জাকীর চলে যাওয়াটা চলচ্চিত্র অঙ্গনের জন্য, সাংস্কৃতিক অঙ্গনের জন্য বিরাট অপূরণীয় ক্ষতি। কারণ তার মতো এরকম গুণী নির্মাতা একদিনে তৈরি হয়নি।

Information-minister1
কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকীর মরদেহে শ্রদ্ধা নিবেদনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: পিআইডি

গত ১৮ সেপ্টেম্বর ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সৈয়দ সালাহউদ্দিন জাকী। এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিদেহী আত্মার শান্তি কামনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তিনি একজন গুণী চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিচালক, কাহিনীকার ছিলেন। তার প্রথম ছবি ঘুড্ডি, যা দেশে সাড়া ফেলেছিল এবং সেই সিনেমার ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি এখনো দেশের মানুষের মুখে মুখে ফেরে।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সালাহউদ্দীন জাকী ভাই একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সবচেয়ে বড় বিষয়, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ ছিলেন। তার চলনে, বলনে কোনো বাহুল্য ছিল না, নিজেকে জাহির করার কোনো প্রবণতা তার মধ্যে কখনো দেখিনি। তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।’

কারই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর