শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ছবিতে প্রথম নজরে কী দেখছেন? উত্তরেই লুকিয়ে আপনার ব্যক্তিত্ব

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

শেয়ার করুন:

ছবিতে প্রথম নজরে কী দেখছেন? উত্তরেই লুকিয়ে আপনার ব্যক্তিত্ব
দৃষ্টিভ্রমে লুকিয়ে থাকে মনের কথা ছবি: সংগৃহীত

একটি ছবির দিকে তাকিয়ে প্রথম চোখে আপনি কী দেখতে পাচ্ছেন—এই সাধারণ বিষয়টিই নাকি বলে দিতে পারে আপনি কতটা মনোযোগী বা কতটা চিন্তাশীল।
বর্তমানে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি ও ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। দেখতে সাধারণ মনে হলেও এসব ছবি আসলে এক ধরনের মানসিক ধাঁধা। একই ছবি দেখেও মানুষ ভিন্ন ভিন্ন বিষয় লক্ষ্য করেন, আর এখান থেকেই তৈরি হয় কৌতূহল ও আলোচনা।

বিশেষজ্ঞদের মতে, দৃষ্টিভ্রম ছবি মস্তিষ্ককে সক্রিয় রাখে, মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং চিন্তাশক্তির ধরন সম্পর্কে একটি ধারণা দেয়। যদিও মনোবিজ্ঞানীরা সতর্ক করে বলেন—এ ধরনের বিশ্লেষণকে বাস্তব জীবনের ব্যক্তিত্ব নির্ধারণের মানদণ্ড হিসেবে নেওয়া উচিত নয়। বরং এগুলো বিনোদনমূলক ও কৌতূহল জাগানো বিষয় হিসেবেই দেখা ভালো।


বিজ্ঞাপন


সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি নিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে—ছবিটিতে আপনি প্রথমে কী দেখছেন, তার ওপর ভিত্তি করে বোঝা যেতে পারে আপনি বেশি মনোযোগী নাকি বেশি চিন্তাশীল।

প্রথমে যদি একটি মুখ দেখতে পান
অন্যদিকে, যদি ছবিতে প্রথমেই আপনার চোখে একটি মুখ ভেসে ওঠে, তাহলে এটি ইঙ্গিত দেয় আপনি চিন্তাশীল ও কল্পনাপ্রবণ মানুষ। আপনার চিন্তাভাবনা শুধু দৃশ্যমান বিষয়েই সীমাবদ্ধ থাকে না; বরং এর গভীর অর্থ, আবেগ ও সংযোগ খুঁজে বের করতে আগ্রহী হন। সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি তাৎক্ষণিক ঘটনার চেয়ে দীর্ঘমেয়াদি প্রভাব ও বড় প্রেক্ষাপটকে গুরুত্ব দেন। এই বৈশিষ্ট্যগুলো আপনাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সৃজনশীল, সংবেদনশীল এবং ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

প্রথম দেখায় যদি একজন মানুষ চোখে পড়ে
ছবির দিকে তাকিয়ে যদি আপনার চোখে প্রথমেই একজন মানুষ ধরা পড়ে, তাহলে ধারণা করা হয় আপনি অত্যন্ত মনোযোগী প্রকৃতির। আপনি চারপাশের বাস্তবতা খুঁটিয়ে দেখতে পছন্দ করেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করেন। স্পষ্টতা ও নির্ভুলতা আপনার কাছে গুরুত্বপূর্ণ। কোনো সমস্যার মুখে পড়লে আপনি আগে বর্তমান অবস্থা বোঝেন, তারপর বড় পরিসরে ভাবেন।


বিজ্ঞাপন


তবে মনে রাখতে হবে
এই ধরনের দৃষ্টিভ্রম বিশ্লেষণ সম্পূর্ণভাবেই সাধারণ ধারণা ও বিনোদনভিত্তিক। মানুষের ব্যক্তিত্ব বহুস্তরবিশিষ্ট এবং একটি ছবির মাধ্যমে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

 

বিএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর