বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দৃষ্টিভ্রমে লুকিয়ে থাকে মনের কথা

প্রথম যে প্রাণীটি দেখবেন, তাতেই প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্ব

বিনয় শর্মা
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

দৃষ্টিভ্রম ছবি, Optical Illusions
প্রথম যে প্রাণীটি দেখবেন, তাতেই প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্ব। ছবি : সংগৃহীত

মানুষের ব্যক্তিত্ব গঠনে অবচেতন মনের ভূমিকা অনেক বেশি, যা আমরা নিজেরাও সব সময় টের পাই না। দৈনন্দিন জীবনে আমরা যেসব বিষয় সচেতনভাবে ভাবি না, সেগুলোই অবচেতন মনে গভীরভাবে জমা হতে থাকে। আমাদের আচরণ, সিদ্ধান্ত কিংবা প্রতিক্রিয়া কেবল যুক্তিবোধ বা উপস্থিত বুদ্ধির ফল নয়—অনেক ক্ষেত্রেই অদৃশ্যভাবে অবচেতন মন সেগুলো পরিচালনা করে।

মনোবিজ্ঞানের ভাষায়, অবচেতন মনের কার্যপ্রণালি বোঝা বেশ জটিল। তবে দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশনের মতো কিছু চিত্র মানুষের অবচেতন মনকে সক্রিয় করতে সাহায্য করে। এমনই একটি ছবিতে একাধিক প্রাণী লুকিয়ে থাকে। আপনি ছবিটি প্রথম দেখার সময় যে প্রাণীটি আগে লক্ষ্য করেন, সেটিই আপনার মানসিক বৈশিষ্ট্যের ইঙ্গিত দেয় বলে মনোবিদদের ধারণা।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছবিতে প্রথম নজরে ধরা পড়া প্রাণীর ওপর ভিত্তি করে ব্যক্তিত্বের কিছু সাধারণ বৈশিষ্ট্য অনুমান করা যায়।
নিচে বিভিন্ন প্রাণী প্রথম দেখার ভিত্তিতে সম্ভাব্য মানসিক বৈশিষ্ট্য তুলে ধরা হলো—

হাতি:
আপনি যদি প্রথমে হাতি লক্ষ্য করেন, তবে আপনি শান্ত, ধৈর্যশীল ও জ্ঞানী প্রকৃতির মানুষ। পরিবার ও সম্পর্ক আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। উচ্চাভিলাষ খুব বেশি না হলেও, বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে জীবনে সম্মান ও স্থায়িত্ব এনে দেয়।

কুকুর:
কুকুর যদি আপনার চোখে আগে পড়ে, তবে আপনি বিশ্বস্ত, আন্তরিক ও দায়িত্বশীল। আপনার বিশ্লেষণক্ষমতা বেশ শক্তিশালী, যা পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্যের পথ সুগম করে। মানুষ সহজেই আপনাকে বিশ্বাস করতে পারে।

ঈগল:
প্রথম নজরে ঈগল দেখলে বোঝা যায়, আপনি আত্মবিশ্বাসী, উদার ও নেতৃত্বগুণসম্পন্ন। বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হন। আপনার ব্যক্তিত্বের আকর্ষণে অপরিচিতরাও প্রভাবিত হয়।


বিজ্ঞাপন


কাঠবিড়ালি:
আপনি যদি কাঠবিড়ালি আগে দেখেন, তবে আপনি চঞ্চল, সচেতন ও অত্যন্ত কর্মঠ। দূরদৃষ্টি ও উদ্যম আপনার প্রধান শক্তি। সামাজিক পরিসরে আপনি বেশ জনপ্রিয় এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে নিরলস পরিশ্রম করেন।

 ব্যাঙ:
ব্যাঙ আগে চোখে পড়লে ধরে নেওয়া যায়, আপনি ধৈর্যশীল ও মনোযোগী। পরিস্থিতি বিশ্লেষণে আপনি দক্ষ এবং আসন্ন বিপদ আগেভাগেই বুঝতে পারেন। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আপনার সাফল্যের মূল চাবিকাঠি।

মাছ:
প্রথমে মাছ দেখলে আপনার স্বভাব কিছুটা রহস্যময়। আপনি বুদ্ধিমান ও সচেতন হলেও মনের কথা সহজে প্রকাশ করেন না। গোপনীয়তা রক্ষায় আপনি নির্ভরযোগ্য এবং এই কারণেই সামাজিকভাবে গ্রহণযোগ্য।

বাঘ:
যারা প্রথমে বাঘ দেখেন, তারা সাধারণত সাহসী ও দৃঢ়চেতা। উচ্চাকাঙ্ক্ষা প্রবল এবং লক্ষ্য অর্জনে আপসহীন। তবে কখনো কখনো অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা সমস্যার কারণ হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই বিশ্লেষণগুলো সাধারণ মনোবৈজ্ঞানিক ধারণা ও বিনোদনমূলক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তৈরি। এগুলোকে চূড়ান্ত বৈজ্ঞানিক মূল্যায়ন হিসেবে ধরা উচিত নয়।

বিএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর