শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে ইউনিচার্ম সোফি’র প্রথম স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

দেশে ইউনিচার্ম সোফি’র প্রথম স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম শুরু
দেশে ইউনিচার্ম সোফি’র প্রথম স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ফেমিনিন কেয়ার ব্র্যান্ড ইউনিচার্ম গ্রুপ বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে উৎপাদিত নতুন স্যানিটারি ন্যাপকিন “সোফি এন্টি ব্যাকটেরিয়া” বাজারে নিয়ে এসেছে। এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত রয়েছে দেশের ১০ লক্ষ কিশোরীকে লক্ষ্য করে ব্যাপক পিরিয়ড এডুকেশন প্রোগ্রাম “মন-এর কথা উইথ সোফি”।

স্থানীয় উৎপাদনের মাধ্যমে মান নিশ্চিত


বিজ্ঞাপন


বাংলাদেশের নারীদের চাহিদা অনুযায়ী বিশেষভাবে তৈরি এই স্যানিটারি প্যাড দেশের নিজস্ব কারখানায় উৎপাদিত হবে। স্থানীয় উৎপাদন নিশ্চিত করবে উচ্চমানের, নিরাপদ ও নির্ভরযোগ্য পণ্য প্রতিনিয়ত ভোক্তাদের কাছে পৌঁছানো। ইউনিচার্মের লক্ষ্য পিরিয়ডের প্রতিটি দিনে নারীদের আরাম, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাস নিশ্চিত করা।

ইউনিচার্মের কর্পোরেট অফিসার ইউজির ইকেদা সান বলেন, “দুইটি মূল প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা এই যাত্রা শুরু করেছি—স্থানীয়ভাবে তৈরি উদ্ভাবনী ‘সোফি এন্টি ব্যাকটেরিয়া’ এবং বিস্তৃত পিরিয়ড হেলথ এডুকেশন। আমাদের উন্নত জাপানি প্রযুক্তি নিশ্চিত করবে যে, পিরিয়ড কোনোভাবেই মেয়েদের অগ্রযাত্রায় বাধা হবে না।”

547f41f0-3c70-4957-836f-eddf2acf685a

পিরিয়ড এডুকেশন প্রোগ্রাম


বিজ্ঞাপন


“মন-এর কথা উইথ সোফি” প্রোগ্রামটি ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে। এটি অনলাইন ক্যাম্পেইন, ফেসবুক লাইভ সেশন এবং স্কুল পর্যায়ের সরাসরি শিক্ষামূলক সেশন সমন্বয়ে পরিচালিত হবে। ১০ লক্ষ মেয়ের কাছে পিরিয়ড, স্বাস্থ্য ও সঠিক পণ্য ব্যবহারের সঠিক জ্ঞান পৌঁছানোই মূল লক্ষ্য।

জনপ্রিয় অভিনেত্রী তানজিম সায়ারা তোটিনিকে বাংলাদেশের সোফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে, যা উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

পার্টনারশিপ ও বাজার সম্প্রসারণ

ইউনিচার্ম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেলস সিনিয়র ডিরেক্টর অশীষ কুমার ভার্মা বলেন, “বাংলাদেশের প্রতিটি নারীর কাছে ‘সোফি এন্টি ব্যাকটেরিয়া’ পৌঁছে দিতে আমাদের মূল্যবান ডিস্ট্রিবিউশন ও হোলসেল পার্টনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একসঙ্গে আমরা সোফি-কে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করব।”

জেএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাবীর হোসেন বলেন, “সোফি শুধু একটি স্যানিটারি প্যাড নয়, এটি আরাম, নিরাপত্তা ও আত্মবিশ্বাসের প্রতিশ্রুতি। পিরিয়ড হেলথ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও সঠিক জ্ঞানের প্রসার ঘটানো আমাদের মূল লক্ষ্য। আমরা সোফি-কে দেশের সর্বত্র পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই পদক্ষেপের মাধ্যমে ইউনিচার্ম বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ, উচ্চমানের পণ্য সরবরাহের পাশাপাশি শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে পিরিয়ড সংক্রান্ত সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর