পবিত্র ঈদুল ফিতরের ফিতরের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে সেদিন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করবে চ্যারিটি সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস। সংগঠনটির পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন অপারেশন ইনচার্জ কামরুল আলম।
ঈদের দিন রাজধানী ঢাকার আজিমপুর কবরস্থান, শাহজাহানপুর কবরস্থান, মালিবাগ কমিউনিটি সেন্টার সংলগ্ন বস্তি, শাহজাহানপুরের ঝিল মসজিদ এলাকা, খিলগাঁও বাগিচা রেললাইন সংলগ্ন বস্তি, খিদমাহ হাসপাতাল সংলগ্ন বিশ্ব রোড এলাকা এক হাজার পরিবারের মাঝে রান্না করা প্যাকেট খাবার বক্স পৌঁছে দেবে লাভ শেয়ার বিডি ইউএস।
বিজ্ঞাপন
চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’ রাজধানীর বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই শতাধিক পরিবারের মাঝে রান্না করা ইফতার উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। ঈদের আগে দেশের বেশ কিছু এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে উৎসবের পোশাক বিতরণ করেছে সংগঠনটি। এ বছরের বিশ্ব ভালোবাসা দিবসেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাদ্য উপহার বিতরণ করেছে তারা। এছাড়া লাভ শেয়ার বিডি ইউএস নিয়মিত বিভিন্ন অঞ্চলে অসামর্থবানদের চোখের ছানি অপারেশনের লক্ষ্যে ফ্রি হেলথ ক্যাম্প কার্যক্রম আয়োজন করে থাকে।
চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি ইউএস’র স্লোগান ‘নিজেকে দিয়ে শুরু’। বড় দাতাগোষ্ঠী বা রাষ্ট্র কারও ওপর নির্ভর না করে নিজেদের কিছু উদ্যোগেই দেশ বদলে যেতে পারে তা লাভ শেয়ার বিডি বিশ্বাস করে। লাভ শেয়ার বিডি ইউএস যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বন্ধু, স্বজন, শুভানুধ্যায়ী এবং দেশের নাগরিকদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে। কোনো ধরনের রাজনৈতিক বা বাণিজ্যিক উদ্যোগে এ সংগঠন সম্পৃক্ত নয়।
লাভ শেয়ার বিডি ইউএস মনে করে, ভালোবাসা বিস্তারের কার্যক্রমে দাতা বা গ্রহীতা বলে কিছু নেই। আসল দাতা মূলত সৃষ্টিকর্তা। আমরা সবাই এর সাক্ষ্য মাত্র। লাভ শেয়ার বিডি প্রচারণার সময় চেষ্টা করে দাতা বা গ্রহীতা কারও ছবি না প্রকাশে। তবু কিছু ক্ষেত্রে আরও বেশি মানুষকে মঙ্গল উদ্যোগ জানাবার জন্য এর ব্যতয় ঘটে থাকে।
এজেড