সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষেই হজের ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বুধবার (২২ মার্চ) সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরে একটি হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, তারই অংশ হিসেবে আজ দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে অ্যাভিয়েশন সামিট।’
মাহবুব আলী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর একটু বুঝতে পেরেছি যে, অ্যাভিয়েশনের ক্ষেত্রে বাংলাদেশ একটি বড় বাজার। কারণ সারা বিশ্বের নজর এ দেশের দিকে। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিমানবন্দরগুলোকে সাজিয়ে তুলছেন।
>> আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য ‘হজ’ এখন আরও কঠিন
বিজ্ঞাপন
এর আগে গত ১৯ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম জানিয়েছিলেন, চলতি বছর হজ যাত্রীদের জন্য সর্বনিম্ন ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে। এরপর আর কমানো সম্ভব নয়।
উল্লেখ্য, সবশেষ ২০২২ সালে হজ ফ্লাইটের বেইজ ফেয়ার তথা ভিত্তিভাড়া ছিল ১ হাজার ৫০৮ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকার মতো। আর এ বছর ফ্লাইট ভাড়া ১ হাজার ৭৩৫ ডলার বা ১ লাখ ৯৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
/আইএইচ

