‘নিখোঁজের’ চার দিন পর মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির স্বেচ্ছায় ফিরে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে ‘নিখোঁজ’ হন শাহরিয়ার। পরে তার মা ও মেট্রোরেলের উত্তরা ডিপো কর্তৃপক্ষ তুরাগ থানায় পৃথক দুটি জিডি করেন।
জিডির পর থেকে প্রকৌশলী শাহরিয়ারকে উদ্ধারে থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। একপর্যায়ে খোঁজ পেয়ে ময়মনসিংসহ দেশের সীমান্ত এলাকাতেও পুলিশ উদ্ধারচেষ্টা চালায়। সবশেষ আজ হঠাৎ মোহাম্মদপুরে এক বন্ধুর বাসায় ফিরে আসেন প্রকৌশলী শাহরিয়ার।
>> আরও পড়ুন: মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ নাকি আত্মগোপনে, তদন্ত করছে পুলিশ
তবে তিনি ‘আত্মগোপনে’ ছিলেন না-কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে আগামীকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শাহরিয়ারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ডিসি মোর্শেদ।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নিজের এক বন্ধুর বাসায় ফিরে আসেন শাহরিয়ার। পরবর্তীকালে তার মা রাশিদা আক্তার সাহান খবর পেয়ে ওই বাসা থেকে ছেলেকে নিজের আজিমপুরের বাসায় নিয়ে যান। ২৮ বছর বয়সী শাহরিয়ার অবিবাহিত। থানায় জিডি হওয়ার পর তার প্রেম নিয়ে কিছু জটিলতার খবর পেয়েছিল পুলিশ।
শাহরিয়ার এমআরটি লাইন-৬ প্রকল্পে সহকারী প্রকৌশলী (তড়িৎ) হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ কৌশলে পড়াশোনা করেছেন। লালবাগের আজিমপুর টাওয়ারে একমাত্র মায়ের সঙ্গে থাকতেন। তাদের বাড়ি রাজশাহীর নগরীর বোয়ালিয়া থানা রাণীবাজার এলাকায়।
কেআর/আইএইচ

