মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ নাকি আত্মগোপনে, তদন্ত করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ নাকি আত্মগোপনে, তদন্ত করছে পুলিশ

ঢাকায় মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবিরের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তার মা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর তুরাগ থানায় এ জিডি করা হয়। জিডির পর থেকে তদন্তে নেমেছে পুলিশ। 

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ওই প্রকৌশলী আত্মগোপনে আছেন নাকি নিখোঁজ রয়েছেন সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রকৌশলী শাহরিয়ার কবির রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগে পড়াশোনা শেষে মেট্রোরেল প্রকল্পে যোগ দিয়েছিলেন। গত রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। তাই সোমবার রাজধানীর তুরাগ থানায় জিডি করেন প্রকৌশলী শাহরিয়ার কবিরের মা রাশিদা আক্তার। 

এ ব্যাপারে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, সাধারণ ডায়রি হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। 

স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছেন—তদন্তে এমন বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছে ওসি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু সম্প্রতি অন্য নারীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার। এতে তিনি কয়েক দিন ধরে হতাশ ছিলেন। এ কারণে তিনি আত্মগোপন করে থাকতে পারেন। তবে তার অফিসে কোনো সমস্যা হয়েছে কি না, কারও সঙ্গে শত্রুতা ছিল কি না—এসব বিষয়কেও তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

মওদুত হাওলাদার আরও বলেন, গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেট্রোরেলের উত্তরা ডিপো থেকে বের হন প্রকৌশলী শাহরিয়ার কবির। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিনি একাই হেঁটে অফিস থেকে বেরিয়ে গেছেন। তাকে খুবই হতাশ দেখাচ্ছিল। যাওয়ার সময় তিনি মুঠোফোন, ল্যাপটপসহ সব ধরনের ডিভাইস অফিসে রেখে গেছেন।


বিজ্ঞাপন


কেআর/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর