বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

পর্যটকবাহী জাহাজে চড়ে যাত্রী সেজে ইয়াবা পাচারে গিয়ে ধরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

পর্যটকবাহী জাহাজে চড়ে যাত্রী সেজে ইয়াবা পাচারে গিয়ে ধরা

সেন্টমার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজে চড়ে যাত্রী সেজে ইয়াবা পাচারকালে দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে গোপন তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।

>> আরও পড়ুন: ডাকাত থেকে যেভাবে জঙ্গি কার্যকলাপে জড়ান মাসুদ

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, সেন্টমার্টিন থেকে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজযোগে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে- এমন তথ্যে মঙ্গলবার সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে সেন্টমার্টিন থেকে কক্সবাজারগামী পর্যটকদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। পরে তল্লাশিতে ওই দুই ব্যক্তির সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।‌ পরে সেগুলো জব্দের পাশাপাশি ওই দুইজনকে আটক করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, আটকরা দীর্ঘদিন থেকে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় জব্দ করা ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর