আদালতপাড়া থেকে দিনে-দুপুরে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দেশেই আছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে পলাতক দুই জঙ্গির বর্তমান অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটিটিসির এই কর্মকর্তা বলেন, ‘এটা বলার এখনো সময় আসেনি। দেশেই আছে, এখনো দেশ থেকে পালাতে পারেনি।’
গত ২০ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক ওই দুই জঙ্গির হাজিরা ছিল। ওইদিন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজিরা শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে দিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। ওই সময় মোটরসাইকেলে করে এসে পুলিশের চোখে-মুখে স্প্রে করে চার আসামির মধ্যে দুইজনকে ছিনিয়ে নেয় সহযোগীরা।
ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।
>> আরও পড়ুন: যেভাবে ছিনিয়ে নেওয়া হলো দুই জঙ্গিকে
বিজ্ঞাপন
ওই ঘটনায় এজাহারনামীয় ২০ জনসহ আরও ২১ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। ডিএমপির প্রসিকিউশনের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। পরে গত ২১ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন মামলার এজাহার গ্রহণ করেন। এরপর প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করা হয়।
তবে বৃহস্পতিবার মামলার প্রতিবেদন জমার সময় নির্ধারিত থাকলেও প্রতিবেদন জমা না হওয়ায় এর সময় পিছিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ জানুয়ারি আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিনক্ষণ ঠিক করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ্ দিবা ছন্দা।
কেআর/আইএইচ

